যারা খুব বেশি কাজ পারেন না তাদের জন্য।
এম এল এম মার্কেটিং সম্পরকে অনেকেরই ধারনা আছে। যেখানে কাজ হল শুধু নীচের দিকে একটি কর্মঠ নেটওয়ার্ক তৈরি করা। হ্যাঁ ! এমন একটি ওয়েব সাইটের কথাই বলছি, যার নাম waveScore.
ওয়েবস্কোর (waveScore) কি?
এটি
একটি অনলাইন এ টাকা উপার্জনের ওয়েব সাইট যেখানে আপনি আপনার নিচে একটি
শক্তিশালী নেটওয়ার্ক অথবা টিম তৈরি করে টাকা আয় করতে পারবেন।
কি পরিমান টাকা আয় করা সম্ভব?
প্রাথমিক
অবস্থায় টাকা আয় করা একটু কঠিন। তবে ধীরে ধীরে আপনি আপনার নিচে টিম অথবা
নেটওয়ার্ক তৈরির মাধ্যমে অল্প সময়ের মধ্যে টাকা আয় করা শুরু করতে পারেন।
একবার যদি আপনি আপনার নিচে একটি কর্মঠ টিম/নেটওয়ার্ক তৈরি করতে পারেন
আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবেনা। আপনি ন্যূনত্বম মাসিক ১৫০/৩০০ ডলার আয়
করতে পারেন।
কত সময় লাগতে পারে?
সময়কাল
সম্পূর্ণ আপনার কাজের উপর নির্ভর করে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি
আপনি যদি একাগ্রচিত্তে সুধু এই সাইট নিয়ে একটানা ৩ মাস কাজ করেন তাহলে আপনি
৩ মাস এর মধ্যে ডলার আয় করতে পারবেন। নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি
প্রথম ২২/২৫ দিনে ৮০ ডলার (৬০০০ টাকা) আয় করেছি।
কিভাবে ওয়েবস্কোর থেকে টাকা হাতে পাবেন ?
ওয়েবস্কোর আপনার টিম এর কর্ম দক্ষতা যাচাই করে আপনাকে প্রতি সপ্তাহে
অর্থ প্রদান করবে। ওয়েবস্কোর সাধারনত আপনাকে ক্যাশ প্রদান করবেনা। এর
পরিবর্তে ওয়েবস্কোর আপনাকে বিশ্বের বিখ্যাত ৪০ এর অধিক অনলাইন শপ থেকে
কেনাকাটার সুযোগ প্রদান করবে। এসব অনলাইন শপগুলোর মধ্যে amazon.com, apple.com/shop, bestbuy.com সহ
আরও অনেক অনলাইন শপ থেকে বিভিন্ন পণ্য খুব সহজে কিনতে পারবেন। এছাড়া
প্রতিমাসে আপনার আয় যদি ২০০ ডলার এর বেশি হয় আপনি ভিসা কার্ড এর জন্য আবেদন
করতে পারেন। বাংলাদেশ এর ভিসা সমর্থিত যেকোনো এটিএম বুথ থেকে আপনি টাকা
তুলতে পারবেন। তবে ভিসা কার্ডের একটি অসুবিধা হচ্ছে প্রতি মাসে আপনাকে
একটি নির্দিষ্ট পরিমান অর্থ ভিসা কার্ডের জন্য পরিশোধ করতে হবে।
কিভাবে কাজ করতে হয়?
কিভাবে কাজ করতে হয়?
এই
সাইট এ কাজ একদম সহজ। মূলত আপনাকে এই সাইট এর বিজ্ঞাপন প্রচার করতে হবে।
অর্থাৎ এই সাইট এ রেজিস্ট্রেশান করার মাধ্যমে আপনি আপনার নিজের একটি
রেফারেল লিঙ্ক পাবেন। সেই রেফারেল লিঙ্ক ব্যবহার করে আপনাকে নতুন ইউজার এই
সাইট এ সাইন আপ করাতে হবে। আপনি যত বেশি ইউজার এই সাইট এ সাইন আপ করাবেন
আপনার পয়েন্ট এর পরিমান তত বাড়বে। তাছাড়া আপনার টিম মেম্বার যদি অ্যাক্টিভ
থাকে সে ক্ষেত্রে তাদের অ্যাক্টিভিটির উপর ভিত্তি করে আপনি পয়েন্ট পাবেন।
এই পয়েন্ট এর ভিত্তিতে আপনাকে ডলার প্রদান করা হবে।
আবারো বলছি আপনার কাজ হল শুধু আপনার রেফারেল লিঙ্ক ব্যাবহার করে এই সাইটে নিবন্ধন করানো। ব্যাস ।
ওয়েবস্কোর (waveScore) আমাকে কেন টাকা দিবে?
প্রশ্ন জাগতে পারে যে, কেন এই সাইট আমাকে টাকা দিবে? আপনি আমাদের দেশের বিক্রয় ডট কম, এখানেই ডট কম ইত্যাদি সাইট গুলো দেখেছেন। হাজার হাজার টাকা খরচ করে টিভিতে কিংবা অন্য কুনো মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করছে। অথচ সেখানে যারা কেনাবেচা করছে একদম ফ্রীতে।
হয়তোবা waveScor এমন বিজনেস প্লান সামনে রেখে তাদের ওয়েব সাইট টি প্রচার করছে।
কিভাবে রেজিস্ট্রেশান করতে হবে ?
এই সাইট এ সাইন আপ করার জন্য আপনাকে একটি রেফারেল লিঙ্ক ব্যবহার করতে হবে। আপনি যে কারো রেফারেল লিঙ্ক ব্যবহার করতে পারেন।
আপনি এই লিঙ্ক এ প্রবেশ করে আপনার রেজিস্ট্রেশান সম্পন্ন করতে পারেন।
সাইন আপ করার সময় একটু ঝামেলা করতে পারে। বারবার ট্রাই করে দেখুন আমি ৩ দিন ট্রাই করার পর সফল হয়েছি।
ভাল থাকুন সবাই, আল্লাহ হাফেজ।